বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ১০:৪০:১৫

আজ সেই শেষ দিন, এই সুখবরের অপেক্ষায় ছিল সাকিব

 আজ সেই শেষ দিন, এই সুখবরের অপেক্ষায় ছিল সাকিব

স্পোর্টস ডেস্ক:  আজ সেই শেষ দিন, এই সুখবরের অপেক্ষায় ছিল সাকিব। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। আগামীকাল থেকে তিনি মুক্ত। বিসিবির আয়োজনে আসন্ন পাঁচ দলের টি ২০ টুর্নামেন্ট দিয়ে এই বাঁ-হাতি অলরাউন্ডার ক্রিকেটে ফিরছেন।

সাকিবের কারণে আসন্ন টুর্নামেন্টে স্পন্সরদের চাহিদাও বেড়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, সাকিব ফিরলে টুর্নামেন্টের মানও বাড়বে।

সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি পাঁচ দল নিয়ে টি ২০ টুর্নামেন্ট শুরু হবে। সাকিবের ফেরার মঞ্চ হওয়ায় তাকে দলে পেতে বেশ কয়েকটি কর্পোরেট হাউস আগ্রহ দেখাচ্ছে। স্পন্সর চেয়ে বিসিবি বিজ্ঞাপন দেবে। পাঁচটি দল কীভাবে নির্বাচন করবে বিসিবি, সেটা এখনও ঠিক হয়নি। তবে সাকিব ফিরছেন বলে প্লেয়ার্স ড্রাফটের দিকে ঝুঁকতে পারে বিসিবি।

সাকিব দেশের সেরা ক্রিকেটার। জুয়াড়িদের কাছ থেকে তিনবার অনৈতিক প্রস্তাব পাওয়ার পর কর্তৃপক্ষকে না জানানোর জেরে আইসিসি গত বছর ২৯ অক্টোবর সাকিবকে এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে।

এখন তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন। শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেটে ফেরার লক্ষ্য নিয়ে গত মাসে দেশে ফিরেছিলেন তিনি। বিকেএসপিতে অনুশীলন করেছেন। শ্রীলংকা সফর স্থগিত হয়ে যাওয়ায় আবার যুক্তরাষ্ট্রে চলে যান। বিপিএলে সাকিব সব সময় দলগুলোর আগ্রহের কেন্দ্রে থাকেন। আসন্ন টি ২০ টুর্নামেন্টেও তিনি সবার আগ্রহের কেন্দ্রে থাকবেন বলে আশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে