বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ০৮:২০:২৫

দারুন পারফরম্যান্স জুভেন্টাসকে হারিয়ে ইতিহাসের পাতা নতুন করে লিখলেন মেসিরা

দারুন পারফরম্যান্স জুভেন্টাসকে হারিয়ে ইতিহাসের পাতা নতুন করে লিখলেন মেসিরা

স্পোর্টস ডেস্ক: অবশেষে তুরিনে বিজয় কেতান উড়ানোর সৌভাগ্য হলো স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনার। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো জুভেন্টাসকে তাদেরই ঘরের মাঠে পরাজিত করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

তুরিনের বুড়িদের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে কখনোই জিততে পারেনি কাতালান ক্লাব বার্সেলোনা। ইতিহাস নিজেদের বিপক্ষে থাকলেও আজকের ম্যাচে দারুন পারফরম্যান্স উপহার দিয়ে ইতিহাসের পাতা নতুন করে লিখলেন মেসিরা।

ইউসিএলে নিজেদের গ্ৰুপের দ্বিতীয় ম্যাচে জুভেন্টাসের অতিথ্য নেয় বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে দারুন খেলা উপহার দেয় বার্সেলোনা। প্রতিপক্ষের গোলবার লক্ষ করে শটই নেয় ৮টি! এর মধ্যে ম্যাচের তৃতীয় মিনিটেই গ্রীজম্যানের প্ৰচেষ্টা ফিরে আসে ক্রসবরে প্রতিহত হয়ে।

যদিও ১৪তম মিনিটে ডেম্বেলের গোলে এগিয়ে যায় কাতালানরা। এর ঠিক এক মিনিট পরেই গোল করে সমতায় ফেরে জুভেন্টাস। কিন্ত মোরাতার গোলটি বাতিল হলে সমতায় ফেরা হয়নি তুরিনের বুড়িদের।

২৯তম মিনিটে আবারও মোরাতার গোল অফসাইডের কারনে বাতিল হয়। ৫৫তম মিনিটে জুভেন্টাসকে হতাশ করে অফসাইড থেকে আবারও বল জালে পাঠান মোরাতা।

৮৭তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। দ্বিতীত হলুদ কার্ডের কল্যাণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দেমিরাল।
অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় বার্সেলোনা। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বার্সার জয় নিশ্চিত করেন দলপতি লিওনেল মেসি।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নিজ গ্ৰুপের শীর্ষে আছে বার্সেলোনা। অপরদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। সমান ১ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থস্থানে আছে ডাইনামো কিয়েভ এবং ফেরেঙ্কভারোসকি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে