বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৩৫:১৮

কেউ যা করতে পারেননি তাই করে আইপিএলে রশিদ খানের নতুন রেকর্ড

 কেউ যা করতে পারেননি তাই করে আইপিএলে রশিদ খানের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক: এবারের আইপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন সানরাইজার্সের স্পিনার রশিদ খান। দিল্লির বিপক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বল হাতে স্পিন ভেল্কিতে মহম্মদ সিরাজকে টপকে এবারেে আইপিএলে সেরা বোলিংয়ের নজির গড়েন রশিদ খান।

আফগানিস্তানের স্পিনার এদিন নিজের বোলিংয়ের ৪ ওভার হাত ঘুরিয়ে ৭ রান খরচে ৩টি উইকেট নিয়ে চলতি আইপিএলের এখনও পর্যন্ত সেরা বোলিংয়ের নজির গড়লেন।

এর আগে চলতি আইপিএলে কেকেআরের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার মহম্মদ সিরাজ ৪ ওভারে ৮ রান খরচে ৩ উইকেট নিয়েছিলেন। সোমবার দিল্লি বনাম সানরাইজার্সের ম্যাচের আগে এটাই আইপিএল ২০২০তে সেরা বোলিং ফিগার ছিল।

সেই রেকর্ডটিই এদিন ভেঙে দিলেন রশিদ খান। প্রসঙ্গত কেকেআরের বিরুদ্ধে সিরাজ বোলিং স্পেলের প্রথম ২টি ওভার উইকেট মেডেন নিয়ে আইপিএলের বিরলতম নজির গড়েন। সিরাজের মতো রশিদ এদিন যদিও একটিও মেডেন পেলেন না। কিন্তু দিল্লির বিরুদ্ধে ১৭টি ডট বল করে কৃপণ বোলিংয়ে দলকে জয়ের জন্য ভিত গড়ে দেন।

এই বোলিংয় ভর করেই শেষ পর্যন্ত দিল্লিকে ১৩১ রানে অলআউট করে ৮৮ রানে ম্যাচ দিয়ে ২ পয়েন্ট পকেটে পুরল সানরাইজার্স। আইপিএল ২০২০তে ১২ ম্যাচে রশিদের নামের পাশে ১৭ উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে