শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১১:৫৭:৫৯

১০ বছরের বড় আয়েশার সঙ্গে ফেসবুকে পরিচয় ধাওয়ানের, অতঃপর বিয়ে

১০ বছরের বড় আয়েশার সঙ্গে ফেসবুকে পরিচয় ধাওয়ানের, অতঃপর বিয়ে

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের অন্যতম সেরা ওপেনার শিখর ধাওয়ান। চলমান আইপিএলে টানা ২ ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। যা আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে অনন্য রেকর্ড। ১২ ম্যাচ খেলে ৪৭১ রান করেছেন ধাওয়ান, যা টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।

শিখর ধাওয়ানের এমন উড়ন্ত সময়ে তার প্রেম ও বিয়ের ঘ'টনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদন বলছে, বাঁ-হাতি এই ওপেনারের ব্যক্তিজীবনের গল্পও তার ব্যাটিংয়ের মতোই আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের বন্ধুতালিকায় ছিলেন ধাওয়ানের স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়। 

সেখান থেকে আয়েশাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান ধাওয়ান। আয়েশা একসেপ্টও করেন। আয়েশা নিজেও একজন প্রশিক্ষিত কিক বক্সার। স্বভাবতই খেলাপাগল মানুষদের ভালোবাসেন। তাই আয়েশার সঙ্গে ধাওয়ানের বন্ধুত্ব খুব দ্রুতই জমে ওঠে। চ্যাটিং করতে করতে ধাওয়ান-আয়েশার বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। ভারতে জন্ম নেয়া আয়েশার বাবা ব্রিটিশ বংশোদ্ভূত। তার মা ভারতীয়। 

তবে বাবা-মায়ের সঙ্গে আয়েশার বেড়ে ওঠা হয় অস্ট্রেলিয়ায়। আয়েশা ছিলেন ডিভোর্সি। এক অস্ট্রেলীয় ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি। সেই ঘরে রিয়া এবং আলিয়া নামে দুই সন্তানও হয় আয়েশার। তবে সেই সংসার না টেকেনি। বিচ্ছে'দ ঘটিয়ে দুই সন্তান নিয়ে আলাদা থাকতে শুরু করেন আয়েশা। বয়সে ধাওয়ান থেকে ১০ বছরের বড় আয়েশা।

এরপরও আয়েশাকে জীবনসঙ্গিনী করতে এক পায়ে প্রস্তুত ছিলেন শিখর। যদিও ২ সন্তানের জননী ডিভোর্সি নারীকে ঘরের বউ হিসেবে মানতে একেবারে নারাজ ছিলেন শিখরের বাবা-মা। তাছাড়া আয়েশা ছিলেন ধাওয়ান থেকে ১০ বছরের বড়। তবুও শত বা'ধা অতিক্রম করে পরিবারকে মানিয়ে আয়েশাকে ঘরে নিয়ে আসেন ধাওয়ান। 

২০০৯ সালে তাদের এনগেজমেন্ট হয়। ২০১২ আয়েশাকে বিয়ে করে ধরে তুলেন ধাওয়ান। বিয়েতে বিরাট কোহলিসহ ভারতের জাতীয় দলের সেরা তারকারা উপস্থিত ছিলেন। আয়েশার প্রথম সংসারের দুই মেয়ে আলিয়া এবং রিয়ার দায়িত্ব নিয়েই তাকে বিয়ে করেছিলেন ধাওয়ান। বিয়ের দুই বছরের মাথায় ধাওয়ান-আয়েশার ঘর আলো করে আসে ছেলে জোরাবরের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে