মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ০৮:৫৪:৩৪

পাকিস্তান দারুণ একটি দেশ, আমাদের সঙ্গে অনেকটাই মিল আছে : তামিম

পাকিস্তান দারুণ একটি দেশ, আমাদের সঙ্গে অনেকটাই মিল আছে : তামিম

স্পোর্টস ডেস্ক : এর আগেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গেছেন তামিম ইকবাল। তবে এবার একটু ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে। করোনার কারণে থাকতে হচ্ছে 'বায়ো-সিকিউর বাবলে'। বন্দিদশা, চাইলেই ঘুরতে বা বেড়াতে বের হতে পারছেন না। তারপরও পাকিস্তানের পরিবেশ খুব উপভোগ করছেন তামিম। 

পরিবেশ-পরিস্থিতি কিংবা দর্শকদের উৎসাহ-উদ্দীপনা, বাংলাদেশের সঙ্গে অনেক কিছুই মিল পাচ্ছেন টাইগার ওপেনার। তামিম বলেন, ''আমি সবসময়ই পাকিস্তানে আসা উপভোগ করি। এবার অবশ্য একটু অন্যরকম। বাবলের কারণে আমাদের হোটেলেই থাকতে হচ্ছে। নির্দিষ্ট কিছু জায়গার বাইরে যেতে পারছি না। এটা খুব একটা স্বস্তির নয়, তবে আমাদের তো নিয়ম মানতেই হবে। পাকিস্তান দারুণ একটি দেশ, আমাদের দেশের সঙ্গে অনেকটাই মিল। এখানে অনেক ক্রিকেট ভক্ত আছে, খেলাটার প্রতি যারা আবেগী।''

করোনার কারণে মাঠে দর্শক নেই। তবে অন্ততপক্ষে ক্রিকেটটা যে খেলা হচ্ছে, এটাকেই বড় পাওয়া মনে করছেন তামিম। তার ভাষায়, ''মাঠে দর্শক ছাড়া খেলা কিছুটা আলাদা অনুভূতি। কেননা বাউন্ডারি হলে কিংবা উইকেট পড়লে চিৎকার করার কেউ নেই। কিন্তু জীবন চলবেই। মানুষের নিরাপত্তার জন্য আমাদের এভাবেই চালিয়ে যেতে হবে। তবে এখন অন্ততপক্ষে তারা টিভিতে ক্রিকেট দেখতে পারছে, এটাই বা কম কিসে!''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে