বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ০৮:৩৮:০৫

কলকাতায় সাকিবের সেই কালিপূজার দাওয়াত কার্ডে যা লেখা ছিল

কলকাতায় সাকিবের সেই কালিপূজার দাওয়াত কার্ডে যা লেখা ছিল

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের ক্রিকেটে ফিরতে না ফিরতে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি কলকাতায় বিধায়ক পরেশ পালের আমন্ত্রণে কালীপূজার আনুষ্ঠানিকতায় সাকিব আল হাসানের অংশ নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েন সাকিব। 

সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাকিব। এতে বিক্ষুব্ধ হয়ে এই অলরাউন্ডারকে কুপিয়ে হত্যার হুমকি দেন মহসিন নামে এক ব্যক্তি। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করতে থাকেন তিনি। এ ঘটনায় দু'জনই পরে নিজেদের মতো করে দিয়েছেন ব্যাখ্যাও। এত কিছুর পরও যখন সামলোচনা তুঙ্গ, তখন সেই কালীপূজার দাওয়াত কার্ড প্রকাশ করেছেন তারা। কিন্তু কী লেখা ছিল সেই দাওয়াত কার্ডে?

''মহাশয়, প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আগামী ১২ই নভেম্বর ২০২০, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আমরা সবাই পরিচালিত ৫৯তম বর্ষে কাঁকুড়গাছি সম্মিলিত সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় মহানাগরিকও রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার জনাব সাকিবুল (সাকিব আল) হাসান। উক্ত অনুষ্ঠানে আপনি সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকিলে আন্তরিকভাবে খুশি হব। বিনীত, পরেশ পাল-বিধায়ক।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে