শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ০৮:৪১:১৯

বাবার দাফন-জানাজাতেও থাকতে পারলেন না সিরাজ

বাবার দাফন-জানাজাতেও থাকতে পারলেন না সিরাজ

স্পোর্টস ডেস্ক : সিডনিতে রয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। সেখানেই উড়ে এলো জীবনের চরম খারাপ খবর। বাবাকে হারিয়েছেন তিনি। শুক্রবার সিডনিতেই কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেই দুঃসংবাদ শুনলেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে কোয়ারেন্টিনে রয়েছে টিম ইন্ডিয়া। 

করোনার মাঝে কোয়ারেন্টিনের নিয়মে বাবার জানাজা ও দাফনে যোগ দিতে পারবেন না সিরাজ। আসতে পারবেন না ভারতে। দীর্ঘদিন ধরেই সিরাজের বাবা মোহাম্মদ গাউস অসুস্থ ছিলেন। হায়দরাবাদের এক হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সেখানেই মৃত্যু হয় সিরাজের বাবার। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়লেও বাবার স্বপ্নকে বাস্তবায়িত করতে চান সিরাজ। তিনি জানান, "বাবার ইচ্ছা ছিল যে ছেলে দেশকে গর্বিত করবে, আমি তা করার চেষ্টা করব। বাবার মৃত্যুর খবর আমার কাছে বড় ধাক্কা। আমার সবচেয়ে বড় সাপোর্ট হারালাম। দেশের হয়ে আমি খেলছি এই স্বপ্ন দেখতেন বাবা।"

তিনি আরো জানিয়েছেন, ছোট থেকেই কষ্ট করে তাকে বড় করেছেন বাবা। সিরাজ খেলা ভালোবাসতেন বলে নিজের সবটুকু দিয়ে সাহায্য করেছেন ছেলেকে। বাবার স্বপ্ন কিছুটা সত্যি করতে পেরেছেন তিনি। তবে শেষ সময়ে বাবার কাছে না থাকতে পারার যন্ত্রণা ঘিরে ধরেছে তাকে। তিনি জানিয়েছেন বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী মানসিকভাবে সব সময় তার পাশে রয়েছেন। গোটা টিম এই খারাপ সময়ে সিরাজের পাশে দাঁড়িয়েছে।

আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল পরিবার থেকে উঠে আসেননি সিরাজ। তাই পরিবারের কষ্ট, বাবার লড়াইটা তিনি বুঝতে পারেন পুরোপুরি। বাবা মোহাম্মদ গাউসের অটোরিকশা চালানোর কষ্টের টাকায় সংসারের খরচের পাশাপাশি চলতো সিরাজের ক্রিকেট অনুশীলন। কঠোর পরিশ্রমের ফলস্বরুপ সিরাজ যখন প্রতিষ্ঠিত ক্রিকেটার হয়ে অর্থ উপার্জন শুরু করেন, সবার আগে বাবাকে মুক্তি দেন অটোরিকশা চালকের জীবন থেকে, পরিবারের জন্য বানান নতুন একটি বাড়ি। কিন্তু সেই ক্রিকেটের কারণেই এবার বাবাকে শেষবারের মতো দেখতে পারলেন না সিরাজ, থাকা হলো না জানাজা-দাফনের সময়ও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে