বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ০৬:২২:১৪

'মরে গেলে আবারও আমি ম্যারাডোনা হয়ে জন্ম নিতে চাই'

'মরে গেলে আবারও আমি ম্যারাডোনা হয়ে জন্ম নিতে চাই'

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে প্রচণ্ড ধাক্কার মতো এলো খবরটা। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। দুনিয়াকে বিদায় জানালেও ফুটবলকে তো তিনি বিদায় দেননি। মৃত্যুর আগেই তিনি বলে গেছেন, আবারও ফিরে আসবেন ম্যারাডোনা হয়ে।

ম্যারাডোনার মৃত্যুতে আজ যেন সারা বিশ্ব কাঁদছে। কিংবদন্তির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠায় ম্যারাডোনার একটি ছবি দিয়ে তুলে ধরেছে তাঁর বিখ্যাত একটি কথা, 'মরে গেলেও আবারও আমি জন্ম নিতে চাই এবং একজন ফুটবলার হতে চাই। আবারও দিয়েগো আরমান্দো ম্যারাডোনা হতে চাই। আমি একজন ফুটবলার যে মানুষকে আনন্দ দিয়েছে আর এটা আমার জন্য যথেষ্টর চেয়ে বেশি।'

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বজয়ের মুকুট এনে দিয়েছেন ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল। তবে তিনি মদ্যপান ছাড়তে পারেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে