বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ০৯:২৬:৩৮

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের এক মিনিট নীরবতা

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের এক মিনিট নীরবতা

স্পোর্টস ডেস্ক : ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করেছেন ক্রিকেটাররা। কিংবদন্তি ফুটবলারের স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ আয়োজন। আমেরিকান ইল্যুশনিস্ট ডেভিড কপারফিল্ডের স্ট্যাচু অব লিবার্টি গায়েব করার ট্রিক এতই নিখুঁত ছিল, দর্শকের কাছে তা মনে হতো বাস্তব। 

বিশ্বকাপের মঞ্চে হাত দিয়ে গোল করেন, কিন্তু ঘুণাক্ষরেও কেউ টের পাননি। পরবর্তীতে আর্জেন্টাইন তারকার স্বীকারোক্তির পর বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায় গোটা বিশ্ব। সে বিস্ময় যে আজও কাটেনি, কিংবদন্তির প্রয়াণে তা যেন আরও স্পষ্ট। ম্যারাডোনার প্রভাব এতটাই, কোনো গণ্ডিতে তাকে আটকে রাখা যায় না। শুধু ফুটবল নয়, গোটা দুনিয়ার সব ক্রীড়া ডিসিপ্লিনে তাকে নিয়ে চলছে চর্চা।

যাতে শামিল বাংলাদেশের ক্রিকেটাররাও। বিসিবি ও সম্প্রচার প্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচ শেষে এক মিনিট নীরবতা পালন করেন চার দলের খেলোয়াড়রা। মিরপুর স্টেডিয়ামে জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটারদের পাশাপাশি ফুটবল জাদুকরকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। ম্যারাডোনার স্মৃতিচারণে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শিত হয় বিভিন্ন ছবি ও লেখনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে