বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৪৯:৪৯

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন তামিম

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন তামিম

স্পোর্টস ডেস্ক:  বঙ্গবন্ধু টি ২০ কাপে সাকিব আল হাসান এই ফরম্যাটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ঢাকার বিপক্ষে বুধবার বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ৩১ বলে ৩১ রানের পথে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে ছয় হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। নাসুম আহমেদের বলে লং-অফ দিয়ে ছক্কা মেরে এই মাইলফলক স্পর্শ করেন তামিম।

বঙ্গবন্ধু টি ২০ কাপে তামিমের রান ১৫, ৭৭*, ৩২ এবং ৩১। ২১২ ইনিংসে তামিমের রান এখন ৬০০৪। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সাকিবের রান এখন পাঁচ হাজার ১১। তিনি খেলেছেন ২৮৫ ইনিংস। তামিম ও সাকিবের পরই আছেন মুশফিকুর রহিম। ১৮১ ইনিংসে তিনি করেছেন চার হাজার ১০২ রান। ১৯৮ ইনিংসে তিন হাজার ৯৪৩ রান করেছেন মাহমুদউল্লাহ।

তামিমের আগে টি ২০তে ছয় হাজার রান পূর্ণ করেছেন আরও ৩৯ জন ব্যাটসম্যান। ১৩ হাজার ৫৮৪ রান নিয়ে সবার উপরে রয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এই ফরম্যাটে ১০ হাজারের বেশি রান আছে আরও দু’জনের- পাকিস্তানের শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে