শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১, ১১:০২:৫৫

মাশরাফিকে নিয়ে যে আশার বাণী শোনালেন সাকিব

মাশরাফিকে নিয়ে যে আশার বাণী শোনালেন সাকিব

স্পোর্টস ডেস্ক :  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সুযোগ পাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভবিষ্যৎ পরিকল্পনা কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে শাকিবের বিশ্বাস ঘরোয়া ক্রিকেট লিগের দারুন পারফরম্যান্স করে আবারো জাতীয় দলে সুযোগ করে নেবেন মাশরাফি বিন মুর্তজা। এছাড়াও বাংলাদেশ টেস্ট দল থেকে বাদ পড়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফিকে নিয়ে আজ সংবাদ মাধ্যমকে সাকিব জানিয়েছেন, “কঠিন একটা সময়, কিন্তু বাস্তবতা এটাই। যেহেতু উনি এখনো নিজেকে প্রস্তুত রেখেছেন… বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেশ আশানুরূপ পারফরম্যান্সই ছিল। সামনে যদি প্রিমিয়ার লিগ বা ওয়ানডে ফরম্যাটের খেলা হয়, সেখানে যদি উনি ভালো করেন, তাহলে নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে না ভাবার কোনো কারণ নেই।’

রিয়াদের বিষয়ে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ব্যাপার। তবে এক সিরিজে বাদ পড়া মানেই একেবারে বাদ পড়া নয়। উনি যেভাবে সবসময় লড়াই করে কামব্যাক করেছেন, পরের সিরিজেই এমন হতে পারে। পরের টেস্টের আগে অনেক বিরতি আছে, এই সময়ে নতুন করে ভাবনার সুযোগ থাকবে। ঘরোয়া ক্রিকেট হলে নির্বাচকরা পারফরম্যান্স দেখার সুযোগ পাবেন।’

তিনি আরো বলেন, ‘কোনো খেলোয়াড় অবসর নেওয়ার আগপর্যন্ত এই সুযোগ খোলা থাকে। আমি যদি পাকিস্তানের ফাওয়াদ আলমের উদাহরণ দেই, ওর প্রথম, টেস্ট সেঞ্চুরির ১০ বছর পর ফিরে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সে যেহেতু করতে পেরেছে, তাহলে তাদেরও যদি ইচ্ছা থাকে আর পারফরম্যান্সও ভালো হয়, সুযোগ মিলতেই পারে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে