সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ০৯:৪৮:২৮

আবুধাবি টি-টেন; খেলার অনুমতি পেলেন আরো দুই বাংলাদেশী ক্রিকেটার

আবুধাবি টি-টেন; খেলার অনুমতি পেলেন আরো দুই বাংলাদেশী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আবুধাবিতে আসন্ন টি-টেন লিগে খেলার জন্য অনুমতি পেলেন আরো দুই বাংলাদেশী ক্রিকেটার। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান। এর আগে মুক্তার আলীকেও অনুমতি দিয়েছে বিসিবি।

মেহেদী-আফিফের দলের অন্যান্যরা হলেন ইসুরু উদানা, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, টম মুরস, কায়েস আহমেদ, ডেভিড ভিজা, চিরাগ সুরি, মোহাম্মদ ইরফান, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী ও মুজিব-উর-রহমান।

গত ২৩ ডিসেম্বর টি-টেন লিগের খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশের ছয়জন খেলোয়াড় দল পেয়েছেন। এর মধ্যে চারজন- মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক দলে থাকায় টুর্নামেন্ট থেকে তাদের সরে যেতে হয়েছে। তবে নাসির হোসেনের ব্যাপারে এখনো কিছু জানায়নি বিসিবি।

তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার মুক্তার আলীকে দলে নেয় মারাঠা অ্যারাবিয়ান্স। আবুধাবিতে আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে টি-টেন লিগটি। ৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে