সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ০৯:৫৬:২৩

ফুটবলে আবারও ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবলে আবারও ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক :  ফুটবলে আবারও ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লিখে ভাগ বসালেন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে।

রবিবার রাতে ঘরের মাঠ আলিয়েঞ্জ স্টেডিয়ামে সাস্সুয়োলোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বর্তমান জুভেন্টাস। এ নিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো টানা তিন জয় পেল জুভেন্টাস।

এই ম্যাচেই গোল করে অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে বসেছেন রোনালদো। দু’জনেরই গোলসংখ্যা ৭৫৯টি করে। দুই গোল কম নিয়ে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তবে রোনালদো তালিকায় দ্বিতীয় স্থানে থাকার কারণ ৭৫৯ গোল করতে রোনালদোর লেগেছে ১০৩৭ ম্যাচ, আর বিকন মাত্র ৪৯৫ ম্যাচে! তালিকার চারে আছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি (৭৪৬ গোল)। এরপরের স্থানে আছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও (৭৩৪ গোল)।

এর মধ্য দিয়ে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করেছেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে কমপক্ষে ১৫ গোল করার রেকর্ডও গড়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে