শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১, ১০:২৬:০৪

বিশ্বকাপ জয়ী সেই ফাস্ট বোলার বাংলাদেশ দলে, খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

বিশ্বকাপ জয়ী সেই ফাস্ট বোলার বাংলাদেশ দলে, খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক : কোন রকম সমস্যা না হলে আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ দিয়ে অভিষেক হতে যাচ্ছে যুব বিশ্বকাপ জয়ী দলের ফাস্ট বোলার শরিফুল ইসলামের।

আগে অনেক দ্বিপাক্ষিক সিরিজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু দল ঘোষণা নিয়ে এর আগে এত চাপের মুখে পড়তে হয়নি বাংলাদেশ জাতীয় দলে নির্বাচকদের।

ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। তবে ইতিমধ্যেই এই সিরিজের জন্য ১৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড তৈরি করেছে নির্বাচকরা।

১৭ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জমা দিয়েছে নির্বাচকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবারে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

এদিকে স্কোয়াড ঘোষণার আগেই বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল সময় টিভি প্রকাশ করেছে ১৭ সদস্যদের চূড়ান্ত স্কোয়াড। স্কোয়াডে নতুন মুখ ফাস্ট বোলার শরিফুল ইসলাম। গতবছর যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন শরিফুল।

এরপর বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট দুর্দান্ত পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার দলে থাকা একপ্রকার নিশ্চিত।

ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন অধিনায়ক তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন মোসাদ্দেক হোসেন সৈকত এবং সৌম্য সরকার।

এছাড়াও ইয়াসির আলী রাব্বি এবং নাজমুল হোসেন শান্তর মধ্যে দেখা যাবে যে কোন একজনকে। ব্যাটসম্যানদের মধ্যে এই সিরিজে জায়গা পাননি নাঈম শেখ। এছাড়াও স্কোয়াডে রাখা হয়েছে দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসানকে। ইনজুরিতে থাকলেও জায়গা পেয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে যুব বিশ্বকাপ জয়ী দলের ফাস্ট বোলার শরিফুল ইসলামের। বাকি ৩ ফাস্ট বোলার হলেন মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী রাব্বি/নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, মোঃ আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান, রুবেল হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে