শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১, ১১:৫৬:৩৫

'অকর্মার ঢেঁকি' বলা মেয়েটিই আজ 'সোনার মেয়ে'

'অকর্মার ঢেঁকি' বলা মেয়েটিই আজ 'সোনার মেয়ে'

স্পোর্টস ডেস্ক : আঙ্গুরা বেগম এখন আর তার মেয়ে শিরিনকে অকর্মা বলেন না। অথচ, ''তুই অকর্মার ঢেঁকি, তোকে দিয়ে কিছু হবে না। অমুকের মেয়ের পা ধোয়া পানি খা গিয়ে''- মায়ের এসব কথা শুনতে শুনতেই ছোটবেলার বেশিরভাগ সময় পার করেছেন সাতক্ষীর সদরের দহকোলা গ্রামের শিরিন আক্তার। যিনি ৭ বছর ধরে দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে আছেন। 

বছরের পর বছর চ্যাম্পিয়ন হওয়ায় শিরিনের মা এখন বলেন, ''তুই তো আমার সোনার মেয়ে।'' শেখ আবদুল মজিদ ও আঙ্গুরা বেগম দম্পতির কোনো ছেলে নেই। চার বোনের মধ্যে শিরিন দ্বিতীয়। বিকেএসপির সাবেক এই শিক্ষার্থী এখন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান হলেও খেলার মাঠে দ্বিতীয় কমই হয়েছেন। প্রথম হওয়াটাই তার সবচেয়ে বড় নেশা।

২০১৪ সালে প্রথমবারের মতো দেশের দ্রুততম মানবী হওয়ার পর আর পেছনে তাকাননি শিরিন। এক এক করে মোট ১১ বার জিতেছেন মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ। সর্বশেষ জিতলেন শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৪তম জাতীয় চ্যাম্পিয়নশিপে। শিরিন বাংলাদেশের অ্যাথলেটিকসে সুপারস্টার। আর শিরিনের চোখে সুপারস্টার তার কৃষক বাবা শেখ আবদুল মজিদ।

শিরিনদের পরিবার এক সময় অস্বচ্ছল থাকলেও, এখন ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। এর পেছনে অবদান রাখতে পেরেও অনেক তৃপ্ত সর্বশেষ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ১১.৮০ সেকেন্ডে দৌড়ে সেরা হওয়া মেয়েটি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০০৭ সালে ভর্তি হয়েছিলেন শিরিন। উচ্চ মাধ্যমিক পাশ করে বেরিয়েছেন ২০১৪ সালে। এখন চাকরি করছেন বাংলাদেশ নৌবাহনীতে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে