মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ০৯:১৭:৫২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে তামিম-লিটন, তিন নম্বর পজিশনে খেলবেন যিনি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে তামিম-লিটন, তিন নম্বর পজিশনে খেলবেন যিনি

স্পোর্টস ডেস্ক : অবশেষে ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ইতিমধ্যেই সিরিজের প্রথম ওয়ানডের সম্ভাব্য একাদশ একরকম চূড়ান্ত হয়েই আছে। কেউ হঠাৎ ইনজুরিতে না পড়লে এই একাদশই নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এক প্রকার নিশ্চিত! জানা গেছে প্রথম ওয়ানডের এই একাদশে আছেন সাতজন ব্যাটসম্যান, তিনজন পেসার ও দুই স্পেশালিস্ট স্পিনার।

অধিনায়ক তামিম ইকবাল আর লিটন দাসই ওপেন করবেন। বরাবরের মতো তিন নম্বর পজিশন নিয়েই চলছিল জল্পনা-কল্পনা, তবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ভাবনায় সাকিব কিংবা সৌম্য নন, তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত।

এ ব্যাপারে আজ (১৮ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমি ক্রিকেটারদের সঙ্গে ইতোমধ্যেই আলাপ করেছি। তারা জানে তাদের ভূমিকা কি। আমরা তাদের সেরা একাদশ যদিও এখনো জানায়নি। তবে আজ তারা মিডিয়ার আগে জেনে যাবে কারা একাদশে আছে, কে কোন পজিশনে নামবে।’

‘এটা দারুণ যে আমরা সাকিবকে ফিরে পেয়েছি। সে বিশ্বকাপে তিন নম্বরে নেমে অবিশ্বাস্য ব্যাটিং করেছিল। তবে এই মুহুর্তে আমি সম্ভবত ভাবছি আমার দলের তিন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব, মুশফিক ও রিয়াদকে চার, পাঁচ ও ছয়ে খেলানো নিয়ে। এটা করলে মিডল অর্ডারে আমাদের ম্যাচিউরিটি আসে এবং তা অভিজ্ঞতাপূর্ণ হয়। উপমহাদেশে খেলার ক্ষেত্রে মিডল অর্ডার কতটা গুরুত্বপূর্ণ হয় তা আমরা সবাই জানি।’

এর আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান সৌম্যর ব্যাটিং পজিশন হবে ‘সাত নম্বর।’ সৌম্যর স্লো মিডিয়াম বোলিংটাও আছে বিশেষ বিবেচনায়। আর দলের নিচের দিকে হার্ড হিটার নেই তেমন। তাই সৌম্যর ‘হিটিং’ সামর্থ্যকে মিডল ও লেট অর্ডারে কাজে লাগানোর চিন্তাই চলছে। সে কারণেই সৌম্যর সাত নম্বরে ব্যাটিং করা একরকম নিশ্চিতই বলা যায়।

এরপরের পজিশনটি নিশ্চিতভাবেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীনের। তবে তার ফিটনেস নিয়ে আছে সংশয়। পূর্ণ রানআপ আর নিজের স্বাভাবিক বোলিং করতে পারলে তবেই একাদশে জায়গা পাবেন এই অলরাউন্ডার।

আর এরপর দুই স্পিন বোলিং অলরাউন্ডারের মধ্যে শেখ মেহেদি হাসান আর মেহেদি হাসান মিরাজের মধ্যে নির্বাচকদের প্রথম পছন্দ মিরাজ। তার অফস্পিন বোলিংটা ৫০ ওভারের জন্য বেশি কার্যকর। দুই অফস্পিনারের ভেতরে মিরাজের ‘লুপটা’ বেশি। তাই ধরেই নেয়া যায়, মিরাজই খেলবেন।

সাইফউদ্দীন ফিট হয়ে একাদশে থাকলে তার সাথে খেলবেন দুজন স্পেশালিস্ট পেসার। যার একজন অবশ্যই মোস্তাফিজুর রহমান। আরেকজন রুবেল হোসেন, না হয় তাসকিন আহমেদ। এর বাইরে হাসান মাহমুদ, শরিফুল ইসলামের হয়তো এ সিরিজে ওয়ানডে অভিষেক হবে। তবে প্রথম ম্যাচে সে সম্ভাবনা কম বলেই জানা গেছে!

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন/তাসকিন আহমেদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে