বুধবার, ২০ জানুয়ারী, ২০২১, ১২:১৪:২৭

চার নম্বরে ব্যাট করা নিয়ে তামিমকে যা জানিয়ে দিয়েছেন সাকিব

চার নম্বরে ব্যাট করা নিয়ে তামিমকে যা জানিয়ে দিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : তিন নম্বরে দুর্দান্ত সাফল্য পাওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে মিডল-অর্ডারে ব্যাট করতে সমস্যা নেই সাকিব আল হাসানের। এমনই দাবি করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম জানান, সাকিবের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং দলের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন তিনি। 

জুনিয়রদের তিন নম্বর পজিশনের জন্য গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত। তামিম বলেন, 'আমরা যখন প্রশিক্ষণ পর্ব শুরু করেছি, তখন তার কাছে বার্তাটি খুবই পরিস্কার ছিলো। আমি সাকিবের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, এমন সিদ্ধান্তে তার কোনো সমস্যা নেই। সে সবকিছুই বুঝতে পেরেছে। এটি তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিবে। সে দীর্ঘদিন পর ফিরছে। তিন নম্বরে তারা কেমন করেছে, সেটি আমরা ভালোই জানি। তার রেকর্ড তার পক্ষে কথা বলে। আমরা এটি নিয়ে সর্তক আছি।'

আগামী বিশ্বকাপে দলের ব্যাটিং লাইন-আপ কেমন হবে, তা নিয়ে এখনই পরিকল্পনা শুরু করে দিয়েছেন ডোমিঙ্গো ও তামিম। সাকিবের জায়গায় নাজমুল হোসেন শান্তকে পরখ করে নিতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তামিম জানান, সাকিব যদি তিন নম্বরে ব্যাট করতে চান, তবে তার ফিরে আসার সুযোগ রয়েছে। নতুন অধিনায়কের বার্তাটি পরিস্কার। তামিম বলেন, 'চার নম্বরে ব্যাট করবে বলে সে খুশি। আমি তাকে বলেছিলাম সে যদি কখনও তিন নম্বরে ফিরে চায়, তবে সে ফিরতে পারবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে