শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ১১:১২:৪২

টস শেষে মাঠে নেমেছে টাইগাররা, শুরুতে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

 টস শেষে মাঠে নেমেছে টাইগাররা, শুরুতে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

টস শেষে মাঠে নেমেছে টাইগাররা, শুরুতে বাংলাদেশের জন্য দুঃসংবাদ। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

বুধবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করে সিরিজে ১-০ এগিয়ে গেছে টাইগাররা। বল হাতে ৭ দশমিক ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব, ব্যাট হাতেও করেছেন ১৯ রান। অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শনের জন্য তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

চলমান করোনা মহামারি পরিস্থিতির কারণে মাঠে দর্শকদের প্রবেশাধিকার নেই। তাই ক্রিকেটপ্রেমীদের খেলা দেখতে হলে চোখ রাখতে হবে টিভি পর্দায়। বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে দেশের তিনটি চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে