রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ১২:৩১:২৯

সাকিবকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম : পাপন

সাকিবকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম : পাপন

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ তরুণদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগেও সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, সাকিবকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম, কত দিন লাগবে তার ছন্দ ফিরে পেতে। বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না। 

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে পাপন আরও বলেন, খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে এসেছে। এ ছাড়া অন্য যারা আছে, তাদের নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। সাকিব-।মিরাজ ভালো করছে। বোলিং, ফিল্ডিং নিয়ে আমি সন্তুষ্ট। ব্যাটিংয়েও একটা ধারাবাহিকতা এসেছে। আগে একজন খেলোয়াড় চোট পেলে বদলি কে খেলবে তা নিয়ে আমাদের চিন্তায় পড়তে হতো। এখন নির্বাচক, কোচ, অধিনায়ক চিন্তা করে কাকে বাদ দেবে। প্রত্যেক খেলোয়াড়ের এত বিকল্প। 

এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো। এক ম্যাচ হাতে রেখেই উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি বলেন, একাদশে পরিবর্তন আসতেই পারে। তবে এমন কোনো পরিবর্তন আমরা চাই না, যাতে কাউকে অবমূল্যায়ন করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে