সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১২:০৪:৩১

এবার বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে একটি দারুণ রেকর্ড হাতছানি দিচ্ছে

এবার বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে একটি দারুণ রেকর্ড হাতছানি দিচ্ছে

স্পোর্টস ডেস্ক : মাঠে নেমেই নিজেকে চেনালেন। বল হাতে প্রথম ম্যাচেই নিলেন ৪ উইকেট। এরপর দ্বিতীয় ম্যাচেও নিলেন ২ উইকেট। সব মিলিয়ে দুই ম্যাচে হয়ে গেলো ৬ উইকেট। এই ৬ উইকেট নিয়ে সাকিব আল হাসানের সংগ্রহ দাঁড়িয়েছে ২৬৬ উইকেট।

যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই দেশের মাটিতে একমাত্র বোলার হিসেবে দেড়শ’ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন সাকিব। এবার বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে একটি দারুণ রেকর্ড হাতছানি দিচ্ছে। আর মাত্র ৬টি উইকেট হলেই বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন তিনি।

২৬৯ উইকেট নিয়ে বাংলাদেশী বোলারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন সদ্য ওয়ানডে নেতৃত্ব ছাড়া মাশরাফি বিন মর্তুজা। ২১৮টি ম্যাচ খেলেছেন মাশরাফি। নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেকে এখনও বিদায় জানাননি তিনি। যদিও তরুণদের সুযোগ দেয়ার কথা বলে মাশরাফিকে আর বিবেচনায় আনা হচ্ছে না। যে কারণে, বোঝাই যাচ্ছে- মাশরাফির আন্তর্জাতিক ক্রিকেটের অভিযান শেষই হয়ে গেলো।

সুতরাং, সাকিবই এখন রেকর্ড গড়ার পর শুধুই নিজেকে ছাড়িয়ে যাবেন একের পর এক। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি ৩টি উইকেট নিতে পারেন তাহলে ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি মাশরাফিকে। চার উইকেট নিলে ছাড়িয়ে যাবেন তাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে