সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১০:০০:৫৯

এবার বাংলাদেশি অলরাউন্ডার ডাক পেলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট ক্যাম্পে

এবার বাংলাদেশি অলরাউন্ডার ডাক পেলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট ক্যাম্পে

স্পোর্টস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট ক্যাম্পে ডাক পেলেন বাংলাদেশি ক্রিকেটার শাকের আহমেদ। সম্প্রতি ডেট্রয়েট, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেন এই অলরাউন্ডার। অসাধারণ অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রাথমিক দলে ডাক পেলেন। 

অনুশীলনের জন্য ৪৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড-ইউএসএ ক্রিকেট।  সেই দলে সুযোগ পেয়ে গেয়েছেন তিনি। এখানে ভালো করতে পারলেন তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও সুযোগ পেতে পারেন।

২৮ বছর বয়সী শাকের আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটে। ২০১০ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাহমুদুল হাসানের নেতৃত্বে বাংলাদেশের যে দল খেলেছিল  স্লেেইর সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপ শেষের পরপরই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি একজন অলরাউন্ডার। বাঁ হাতে ব্যাট করেন। বাঁহাতি স্লো অর্থোডক্স বোলার তিনি। যুক্তরাষ্ট্রে অনেকেই তাকে সাকিব আল হাসান বলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে