মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ০৯:৪৮:০২

রীতিমতো বিস্মিত সাকিব, অসন্তোষই প্রকাশ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার

রীতিমতো বিস্মিত সাকিব, অসন্তোষই প্রকাশ করলেন  বিশ্বসেরা অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের বাকি প্রায় দেড় মাসের বেশি সময়। আগামী মার্চের মাঝামাঝি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। অথচ এর দেড় মাস আগেই খবর বেরিয়েছে, নিউজিল্যান্ডের মাটিতে সেই সফরে থাকবেন না দলের প্রাণভোমরা সাকিব আল হাসান।

সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা যেত অনেক। কিন্তু দেশের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের কাছে এ খবরটি নিশ্চিত করেন বিসিবির একজন কর্মকর্তা। সে কারণেই মূলত সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এ খবর।

কদিন আগেই তৃতীয় সন্তানের আগমনী বার্তা দিয়েছেন সাকিব। ওই সময়টায় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে হবে তাকে। তাই আগেভাগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে বিষয়টি জানিয়ে রেখেছেন তিনি।

কিন্তু দলের ভেতরের এ খবর বাইরে চলে আসায় রীতিমতো বিস্মিত সাকিব। আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জেতার পর এ বিষয় নিয়ে যেন একটু অসন্তোষই প্রকাশ করলেন দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার। তবে তিনিও খোলাসা করে জানাননি, আদৌ নিউজিল্যান্ড সফর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন কি না।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ভার্চুয়াল প্রেস কনফারেন্স নিউজিল্যান্ড সফরে যাওয়া না যাওয়ার ব্যাপারটি নিয়ে সাকিব বলেন, ‘এ বিষয়টা নিয়ে টেস্ট সিরিজের পর ভালোভাবে ধারণা করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে আসে, সেটাও আমি জানি না। টিম ম্যানেজম্যান্ট এবং আমার যখন একান্ত কথা হবে, তখনই ভালোভাবে বিষয়টা (নিউজিল্যান্ড সফরে থাকা-না থাকা) বোঝা যাবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে