বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০১:৫০:০৭

ক্ষমা চেয়েও গেইলের বড় অংকের জরিমানা

ক্ষমা চেয়েও গেইলের বড় অংকের জরিমানা

স্পোর্টস ডেস্ক : নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন ক্রিস গেইল৷ সোমবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে বিতর্কে জড়ান ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক৷ হোবার্ট হারিকেনস বনাম মেলবোর্ন রেনেগেডেসের ম্যাচ চলার মাঝেই অস্ট্রেলিয়ার চ্যালেন টেন নেটওয়ার্কের সঞ্চালিকা মেল ম্যাকলাঘলিনকে ‘ড্রিঙ্কসের’ প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে৷ সাধারণ ভক্ত থেকে শুরু করে অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তা, প্রত্যেকেই সমালোচনায় ভরিয়ে দেন গেইলকে৷ অভিযোগ, ম্যাকলাঘলিনকে অসম্মান করেছেন গেইল৷ চাপে পড়ে মঙ্গলবার বিতর্কে জল ঢালার চেষ্টা করেছেন জামাইকান তারকা৷ পুরোটাই ‘মজা’ বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি৷ বলেন, ‘মেলকে আমি একবারের জন্যও অসম্মান করতে চাইনি৷ ওর সঙ্গে খারাপ ব্যবহার করতেও চাইনি৷ আমার আচরণে ওর যদি খারাপ লেগে থাকে, দুঃখিত৷ শুধু একটু মজা করতে গিয়েছিলাম৷ বুঝতে পারিনি সেটা এমন কিছুতে পরিবর্তন হবে৷ এবার এই বিতর্ক পিছনে ফেলে আমাদের এগোন উচিত৷’ কিন্তু তিনি যতই বলুন, বিতর্ক পেছনে ফেলে এগোনোর কথা, অত সহজে ছাড় পেলেন না। মেলবোর্ন রেনেগেডেস ৭ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকার মত) জরিমানা ধার্য করেছে গেইলের। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ জেমস সাদারল্যান্ড কড়া সুরে বলেছেন, ‘কাজের জায়গায়, এই ধরনের মন্তব্য করা একেবারেই ঠিক নয়। গেইল তো আর ওই মুহূর্তে নাইটক্লাবে ছিল না? ওর আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়।’ রেনেগেডস ক্লাবের সি ই ও জানিয়েছেন, জরিমানার এই টাকা ম্যাকগ্রাথ ফাউন্ডেশনকে অনুদান দেওয়া হবে। ৬ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে