বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ১০:০৭:২৭

মেসির দুর্দান্ত জোড়া গোল, ৩-০ গোলে জয়

মেসির দুর্দান্ত জোড়া গোল, ৩-০ গোলে জয়

স্পোর্টস ডেস্ক: অবশেষে স্বরূপে দেখা গেল লিওনেল মেসিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ের মুখ দেখল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বুধবার রাতে লা লিগার ম্যাচে অবনমন অঞ্চলের দল এলচেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসির বার্সা।

ম্যাচে জোড়া গোল করেন আর্জেন্টাইন খুদেরাজ মেসি। বাকি এক গোলেও অবদান ছিল তার। মেসির জোড়া গোলের পর ম্যাচের শেষ গোলটি করেন জর্ডি আলবা। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-১ ব্যবধানে হারের পর লা লিগায় কাদিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বার্সা। ওই দুই ম্যাচেই দলের একমাত্র গোল পেনাল্টি থেকে করেছিলেন মেসি। এবার আর পেনাল্টি নয়, তার পায়ের জাদুতেই ছন্দে ফিরেছে বার্সা।

প্রথমার্ধে বেশিরভাগ সময় বল দখলে রাখলেও এলচের রক্ষণ দুশ্চিন্তা বাড়িয়েছিল বার্সেলোনার। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয় রোনাল্ড কোম্যানের দল।

৪৮ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বল পায়ে নিয়ে মার্টিন ব্রাথওয়েটকে বাড়িয়ে চোখের পলকে ডি বক্সে ভেতরে ঢুকে পড়েন মেসি। ফিরতি পাস ধরে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি। ৬৮ মিনিটে মাঝমাঠের কাছ থেকে বল পায়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন ফ্রেংকি ডি ইয়ং। তার কাছ থেকে বল পেয়ে দুজনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন মেসি।

এটি ছিল মৌসুমে মেসির ১৮তম গোল। এই ম্যাচেই পিচিচি ট্রফির দৌড়ে সাবেক সতীর্থ লুইস সুয়ারেজকে পেছনে ফেলেছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। অ্যাটলেটিকো মাদ্রিদের সুয়ারেজের গোল ১৬টি।

ম্যাচের ৭৩ মিনিটে ব্যবধান ৩-০ করে বার্সেলোনা। এই গোলেও অবদান ছিল মেসির। আর্জেন্টাইন খুদেরাজের ক্রস ডি-বক্সে পেয়ে হেডে বক্সের মুখে বাড়ান ব্রাথওয়েট, বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন আলবা। এই জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল বার্সা। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট অ্যাটলেটিকোর, এক ম্যাচ বেশি খেলে মেসির দলের এখন ৫০ পয়েন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে