শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১, ০৪:২৯:০৩

গেইল বলেই এটা সম্ভব হয়েছে!

গেইল বলেই এটা সম্ভব হয়েছে!

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের অযুহাত দেখিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের প্রথমসারির ক্রিকেটাররা। অধিনায়ক জেসন হোল্ডার, সাই হোপ, হেটমায়ারদের মতো তারকারা এ সফর থেকে নাম সরিয়ে নেন। এমন পরিস্থিতিতে উইন্ডিজ দলে সুযোগ পান কাইল মেয়ার্স, এনক্রুমা বোনার, জার্মেইন ব্ল্যাকউডরা।

বাংলাদেশ সফর করে শ্রীলংকা সিরিজের জন্য জাতীয় দলের হয়ে ফের মাঠে নামতে ইচ্ছুক জেসন হোল্ডাররা। সফরে পূর্ণ শক্তির দলকেই পাঠাতে চায় উইন্ডিজ বোর্ড। লংকানদের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের দীর্ঘ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

আর এ স্কোয়াডে ডাক পেয়েছেন ৪১ পেরিয়ে যাওয়া ক্যারিবীয় জায়ান্ট ক্রিস গেইল। অথচ সবার ধারণা ছিল, আন্তর্জাতিকের পাঠ চুকিয়ে ফেলেছেন গেইল। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে। কিন্তু সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে লংকা সিরিজ দিয়েই মাঠে ফিরছেন 'ইউনিভার্স বস'। 

আগামী ৩ থেকে ৭ মার্চ হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে তাণ্ডব দেখাতে পারেন গেইল। বিশ্লেষকদের মতে, গেইল বলেই এটা সম্ভব হয়েছে। গেইল বলেই হয়তো তার এতো কদর। তাকে এখনও দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মনে করে উইন্ডিজ বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে গেইল সবশেষ খেলেছিলেন ২০১৯ সালের শুরুতে। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন গেইল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে