শুক্রবার, ০৫ মার্চ, ২০২১, ১০:৫৩:২১

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা নিয়ে মাশরাফির বার্তা

 গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা নিয়ে মাশরাফির বার্তা

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করা বেশ কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে খেলোয়াড়দের চাপমুক্ত রাখলে সাফল্য আসতে পারে বলে জানালেন দেশের সফল এই অধিনায়ক।

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, আমরা সবাই জানি নিউজিল্যান্ড খুব কঠিন জায়গা। আর দ্বিতীয়ত সাকিব আল হাসান নেই। সব মিলিয়ে খুব কঠিন হবে। তবে যাওয়ার আগে যেভাবে কথা বলেছে (তামিম ইকবাল) সেটা খুবই ইতিবাচক মনে হয়েছে। আমার বিশ্বাস যে ওরা ভালো করবে।

তিনি বলেন, সবাই আশা করছে, বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ভালো করবে। কিন্তু আমার কাছে মনে হয় না টিমকে শুধু শুধু এতো বেশি চাপ দেয়া উচিত। আমরা সবাই জানি, ওখানে ভালো করা কঠিন। আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দেই, সাপোর্টের অবশ্যই বিভিন্ন ধরণ আছে। তাই বলব ওই চাপটা থেকে যদি ওদের মুক্ত করে দেই তাহলে আমি নিশ্চিত যে, তাঁরা ভালো খেলতে পারবেন। হার-জিত অবশ্যই আছে, আমার বিশ্বাস ওরা ভালো করবে যদি আমরা চাপটা ওদের ওপর কমিয়ে দেই। আমার কাছে মনে হয় যে টিম আছে ওখানে, ওদের সামর্থ্য আছে। তবে আমাদের অবশ্যই চাপ কমাতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে