রবিবার, ০৭ মার্চ, ২০২১, ০৯:৫৮:১২

বাংলাদেশ-ইংল্যান্ডের আজকের খেলায় অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন!

বাংলাদেশ-ইংল্যান্ডের আজকের খেলায় অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটকে কেন ভদ্রলোকের খেলা বলা হয় সেটা আরেকবার যেন মাঠে দেখালেন দীর্ঘদিন পর ইংল্যান্ডের হয়ে খেলতে নামা কেভিন পিটারসেন। আজ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডসের বিপক্ষে অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন টুর্নামেন্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া কেভিন পিটারসেন।

নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ লিজেন্ডসের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড লিজেন্ডস। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নামে রফিকের দল। ম্যাচের ১২তম ওভারে শফিল্ডের করা চতুর্থ বলটি সুইপ খেলতে যান খালেদ মাসুদ পাইলট।

কিন্তু বলটি ব্যাটে লেগে পেডে লেগে যায়। এরপরও বোলারের আবেদনে আউট দিয়ে দেন আম্পায়ার। আম্পায়ার কনফিউশনে লেগ বিফোর দেন। তখন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পাইলট। সে সময় তিনি বার বার বোঝাচ্ছিলেন বলটি আগে ব্যাটে লেগেছে। ইংল্যান্ড দল বুঝতে পেরে আম্পায়ারের অনুমতিতে খালেদ মাসুদ কে আবার ক্রিজে ব্যাক আনেন!আম্পায়ারও ডিসিশন ওভারটার্ন করেন!

ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের এমন উদারতা হৃদয় কেড়েছে সবার। সামাজিক যোগাযোগমাধ্যমে পিটারসেনকে এমন উদারতার জন্য সবাই প্রসংশায় ভাসাচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে