শুক্রবার, ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৩৯:৪৫

টস শেষে আইপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু

টস শেষে আইপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রেকর্ড পাঁচবারের শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি শিরোপার স্বাদ না পাওয়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

জয় দিয়েই শুরু করতে চান মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। তার অধিনায়কত্বে আইপিএল ১৩ আসরে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের শিরোপা জিতে মুম্বাই। গত দুই আসরে শিরোপা জয়ী দলটি এবার হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলতে চায়।

অন্যদিকে দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরুর নেতৃত্ব দিয়ে আসছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটসম্যান হিসেবে আইপিএলে রেকর্ড সর্বোচ্চ রান সংগ্রহ করা এই তারকা ব্যাটসম্যান এখনও বেঙ্গলুরুকে আইপিএল শিরোপা উপহার দিতে পারেননি। দলকে শিরোপার স্বাদ দিতে সর্বোচ্চ চেষ্টাই করে যাবেন তিনি।

আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অতীতে বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স ২৯ ম্যাচে মুখোমুখি হয়। এরমধ্যে ১৯ ম্যাচে জয় পায় মুম্বাই, আর ১০ ম্যাচে জয় পায় বেঙ্গালুরু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে