শুক্রবার, ০৯ এপ্রিল, ২০২১, ০৯:০৭:০৮

আমি বিসিবি প্রেসিডেন্ট হলে বাংলাদেশ শীর্ষ দুই দলের একটা হতো : কাজী সালাউদ্দিন

 আমি বিসিবি প্রেসিডেন্ট হলে বাংলাদেশ শীর্ষ দুই দলের একটা হতো : কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। দেশের সাবেক এই ফুটবল সুপারস্টার কিন্তু বাফুফে প্রেসিডেন্ট হিসেবে ব্যাপকভাবে সমালোচিত। তারপরেও তিনিই বারবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন। এবার খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র'র পোর্টাল 'উৎপলশুভ্র ডট.কম' কে দেওয়া এক সাক্ষাতকারে কাজী সালাউদ্দিন বলেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলে বাংলাদেশকে বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করতেন।

সিলেটে বাফুফের একাডেমির জন্য ফিফা থেকে যে ফান্ড দেওয়া হয়েছিল, তা অন্য খাতে খরচ করা বিষয়ক একটি প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন বলেন, 'একাডেমির টাকা অফ কোর্স একাডেমিতেই খরচ করা হয়েছে। টাকাটা এসেছিল বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক টাকাটা বিএফএফে দিয়েছে। বিএফএফ ওই টাকা দিয়ে দেড় বছর একাডেমি চালিয়েছে। তারপর টাকা শেষ, একাডেমি শেষ। ৬০ লক্ষ ডলার আপনি আমার কাছে চান না, আমি আপনাকে দিয়ে দেব। এটা কোনো টাকা? আপনারা তো স্টোরির জন্য স্টোরি করেছেন। কাম টু দ্য রিয়েল ওয়ার্ল্ড। হাজার হাজার কোটি টাকা আজ ক্রিকেট বোর্ডের কাছে। অথচ ক্রিকেট তো জিতেই না এখন।'

ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলে কী করতেন- এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতির জবাব, 'আমি যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতাম, তাহলে দেয়ার ইজ সেভেনটি পার্সেন্ট চান্স, আমরা বিশ্বের টপ দুইটা টিমের একটা হতাম। কারণ কমপিটিশন নেই, আর টাকারও অভাব নাই।' তবে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই জানিয়ে তার বক্তব্য, 'নো, নো, আই অ্যাম অ্যা ফুটবলার। ফুটবলই আমার জীবন। আপনারা আমাকে ভালো-খারাপ যা-ই বলেন, আমি জানি, আমাকে সবচেয়ে আদর করে কারেন্ট ফুটবলাররা।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে