রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ০৯:৫০:২৩

অধিনায়ক নিগারের দ্বিতীয় সেঞ্চুরিতে চতুর্থ ম্যাচও জিতলো বাংলাদেশ

অধিনায়ক নিগারের দ্বিতীয় সেঞ্চুরিতে চতুর্থ ম্যাচও জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক নিগার সুলতানার দ্বিতীয় সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচও জিতলো বাংলাদেশ ইমার্জিং নারী দল। আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করা স্বাগতিক মেয়েরা। তবে করোনার কারণে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক বাংলাদেশ। পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ১৬ রানে প্রথম উইকেটের পতন। এরপর ৮২ রানের জুটি গড়েন আরেক ওপেনার মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার। মুরশিদা ৪১ রানে আউট হলেও বড় ইনিংস খেলার পথে ছিলেন নিগার। চতুর্থ উইকেটে সোবাহানা মোস্তারির সাথে গড়েন ৯৭ রানের জুটি। ইনিংস শেষে তিনি ১৩২ বলে ৮ চার ১ ছক্কায় ১০১* রানে অপরাজিত থাকেন।

মোস্তারি ৪৫ ও লতা মন্ডল অপরাজিত ২৫ রান করেন। এতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ২৩৭ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে অতিথিরা মাত্র ১২৬ রানে অল-আউট হয়ে যায়। বাংলাদেশের ফাহিমা খাতুন ২৯ রানে ৪টি উইকেট নেন। সালমা খাতুন ২টি, রিতু মনি-নাহিদা আকতার ও লতা মন্ডল ১টি করে উইকেট নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে