বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ১১:৪৩:৫৩

চারের পর চার মারছেন তামিম, দূর্দান্ত খেলছেন, ব্যাট চালাচ্ছেন ওয়ানডে মেজাজে

চারের পর চার মারছেন তামিম,  দূর্দান্ত খেলছেন, ব্যাট চালাচ্ছেন ওয়ানডে মেজাজে

স্পোর্টস ডেস্ক: মুমিনুল হক শুরুতে ব্যাটিং নেওয়ার সময় বলেছিলেন উইকেটটা আর্দ্র। চতুর্থ ইনিংসে সহায়তা পেতে পারেন স্পিনাররা। সেকারণেই ব্যাটিং নিয়েছেন।

অপর দিকে ধারাভাষ্যকাররাও বলেছিলেন, শুরুতে কঠিন হলেও উইকেট ধীরে ধীরে ব্যাটসম্যানদের জন্য সহায়ক হয়ে দাঁড়াবে। কিন্তু খেসারতই দিতে হলো সফরকারীদের। বাম-ডান কম্বিনেশন মেনে সাদমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন সাইফ। 

কিন্তু বিশ্ব ফার্নান্দোর বলে পুরোপুরি পরাস্ত হন ডানহাতি এই ব্যাটসম্যান। এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন রানের খাতা খোলবার আগেই। যদিও শুরুতে আম্পায়ার নটআউট দিয়েছিলেন। পরে রিভিউ নেওয়াতেই সাফল্য মেলে শ্রীলঙ্কার।

 শুরু থেকে লঙ্কান বোলারদের দারুণ লেন্থ বিপদ ফেলার চেষ্টা করেছে বাংলাদেশকে। সেটি সামলেই শুরুর ওভারে দুটি চার মেরে সূচনা করেন তামিম। এখনও পর্যন্ত দূর্দান্ত খেলছেন তামিম। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট চালাচ্ছেন।

দলের নিয়মিত ওপেনার সাদমান ইসলাম স্কোয়াডে থাকলেও, তার জায়গায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে নেয়া হয়েছিল ডানহাতি সাইফ হাসানকে। কিন্তু এ সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না এ তরুণ। স্কোরারদের বিরক্ত না করে, রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে