বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ০৬:৫৯:২০

তামিমের দুর্দান্ত শুরু, আরো দুই টাইগারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম দিন শেষে বিশাল রানের পাহাড় বাংলাদেশের

তামিমের দুর্দান্ত শুরু, আরো দুই টাইগারের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম দিন শেষে বিশাল রানের পাহাড় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: শুরুটা দুর্দান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আজ সকালে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে দিন শেষে দুই উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করেছে মমিনুল বাহিনী।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান। ০ রানেই ফার্নান্দোর বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

তবে এর পরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আরেক টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তকে সাথে নিয়ে প্রথম সেশন শেষ করেন তামিম ইকবাল। ৫২ বলে দশটি চারের সাহায্যে ক্যারিয়ারের ২৯ তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল।

লাঞ্চ ব্রেক থেকে ফিরেই হাফ সেঞ্চুরি তুলে নেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ১২০ বলে ৭ টিচার এর সাহায্যে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন তিনি। তবে সেঞ্চুরি খুব কাছে গিয়েও সেটি করতে পারেননি তামিম ইকবাল।

১০১ বলে ১৫ টিচারের সাহায্যে ৯০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। তবে তামিম না পারলেও সেটি করে দেখালেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মমিনুল হককে সাথে নিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের এই তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান।

২৩৬ বলে ১২ টিচার এবং একটি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন শান্ত। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির পর অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মমিনুল হক। ১১৭ বল মোকাবেলা করে পাঁচটি চারের সাহায্যে এই হাফ সেঞ্চুরি করেন তিনি।

তৃতীয় সেশনে আর কোন উইকেট হারায়নি টাইগাররা। নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক মিলে তৃতীয় উইকেট পার্টনারশিপের যোগ করেন ১৫০ রান। অধিনায়ক মমিনুল হক ৬৪ এবং নাজমুল হোসেন শান্ত ১২৬ রান করে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩০২/২ (ওভার :৯০), তামিম ইকবাল ৯০, সাইফ হাসান ০, নাজমুল হোসেন শান্ত ১২৬*, মমিনুল হক ৬৪* (ফার্নান্দো ২-৬১)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে