বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০১:১৪:১৮

এখন আর কেউ বলতে পারবেন না, মুমিনুল দেশের বাইরে পারেন না

এখন আর কেউ বলতে পারবেন না, মুমিনুল দেশের বাইরে পারেন না

স্পোর্টস ডেস্ক: নিজের যোগ্যতার প্রমাণ দেখালেন মুমিনুল। যদিও সময় অতিক্রান্ত অনেকগুলি বছর। আবারো টানতে হয় অতীত রেকর্ডগুলি।
এই গলে প্রথম ব্যাট হাতে মাঠে নেমেই হাফ সেঞ্চুরি (৫৫) করেছিলেন। ধারাবাহিকতিয় পরের টেস্টেও তার ব্যাট পঞ্চাশ ছুঁয়েছিল। এবার আট বছর পর সেই শ্রীলঙ্কাতেই সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল হক। এটি তার কাঁধ থেকে নামিয়ে দিল বিরাট এক বোঝা। এখন আর কেউ বলতে পারবেন না, মুমিনুল দেশের বাইরে পারেন না।

টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি ১০টি টেস্ট সেঞ্চুরি মুমিনুলের। তিনি মাঠে নামা মানেই দলের স্বস্তি। কিন্তু এই মুমিনুল তার এত বছরের ক্যারিয়ারে বিদেশের মাটিতে একটি টেস্ট সেঞ্চুরি পাননি। সবকটি সেঞ্চুরিই ঘরের মাঠে। অবিশ্বাস্য বাস্তবতাকে বিশ্বাস করতেই হবে!
 
এবার মুমিনুলের সিরিজ জয়ের পালা। ভক্ত-সমর্থকদের এমনটাই আশা। শুরু হয়েছে মুমিনুল বন্দনা। নিজের ওপর কোন চাপ নেননি তিনি। খেলেছেনও দারুণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে