বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০২:৪১:১৯

যতবার ৯০ ততবারই নাভার্স তামিম ইকবাল!

যতবার ৯০ ততবারই নাভার্স তামিম ইকবাল!

স্পোর্টস ডেস্ক: এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে বেশ সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। চারশ ছাড়াল টাইগারদের রানসংখ্যা। হারিয়েছে মাত্র তিনটি উইকেট। মুমিনুল আর শান্তের ব্যাট থেকে এসেছে জোড়া সেঞ্চুরি। আফসোসে পুড়ছে তামিম ইকবালের কপাল। মাত্র ১০ রানের জন্য ১০০ করতে পারল না। যতবার ৯০ ততবারই নাভার্স তামিম ইকবাল।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ অবস্থায় আছে সফরকারী বাংলাদেশ। লাঞ্চের পর তাদের স্কোর চারশ ছাড়িয়েছে। উইকেট পড়েছে মাত্র তিনটি। নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক জোড়া সেঞ্চুরি উপহার দিয়েছেন। তবে আক্ষেপ হয়ে আছে তামিম ইকবালের ৯০ রানে আউট হওয়া। নাভার্স নাইন্টিতে পৌঁছালেই যেন নড়বড়ে হয়ে পড়েন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল।

এইতো শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল বুধবার থেকে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯০ রানে আউট হন তামিম। শ্রীলঙ্কার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্ডোর বলে স্লিপে ধরা পড়ে তার ইনিংসটি শেষ হয়। তখন তার নামের পাশে ১০১ বলে ১৫ চারে ৯০ রান! পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ওয়ানডে ও টেস্ট মিলিয়ে মোট পাঁচবার নাভার্স-নাইন্টিতে আউট হয়েছেন তামিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে