বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০৩:১১:৫৬

একটুর জন্য নতুন একটি ইতিহাস তৈরি করতে পারলেন না মুমিনুল

একটুর জন্য নতুন একটি ইতিহাস তৈরি করতে পারলেন না মুমিনুল

স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালো না হলেও এখন কিন্তু দুর্দান্ত খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত চারশ ছাড়িয়েছে টাইগাররা।একটা আফসোস অবশ্য রয়ে গেল তামিম ইকবালের। মাত্র ১০ রানের জন্য করা হলো সেঞ্চুরি। সেটা অবশ্য পুষিয়ে দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। তারা গড়েছেন সর্বোচ্চ জুটির রেকর্ড।

আসা যাক আসল কথায়, তৃতীয় উইকেটে এতদিন বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ২৩৬। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই এই জুটি গড়েছিলেন মুমিনুল হক আর মুশফিকুর রহিম। আজ সেই রেকর্ড ভেঙে দিয়েছে শান্ত-মুমিনুলের ২৪২ রানের জুটি। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করা শান্ত থেমেছেন ১৬৩ রানে। যা প্রথম টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। প্রথম আর তৃতীয় জন যথাক্রমে মুমিনুল (১৮১) এবং সৌম্য সরকার (১৪৯)।

চাইলে তো রেকর্ড আরও বের করা যায়। যেমন যে কোনো জুটিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড আছে মোহাম্মদ আশরাফুল আর মুশফিকুর রহিমের। ২০১৩ সালের মার্চে গল টেস্টে দুজনে ৫২১ বলে গড়েছিলেন ২৬৭ রানের পঞ্চম উইকেট জুটি। আশরাফুল করেছিলেন ১৯০ রান আর মুশফিকুর ঠিক ২০০। আজ শান্ত-মুমিনুলের জুটি ভেঙেছে ৫১৪ বলে। অল্পের জন্য তারা আরেকটি রেকর্ড গড়তে পারেননি, তৈরি করা হলো না নতুন একটি ইতিহাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে