বুধবার, ০৫ মে, ২০২১, ০৩:৪৬:৪২

হঠাৎ আইপিএল বন্ধে ভিখারি হওয়ার পথে ভারতীয় বোর্ড!

হঠাৎ আইপিএল বন্ধে ভিখারি হওয়ার পথে ভারতীয় বোর্ড!

স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী করোনার হানায় অবশেষে স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কঠিন বায়ো-বাবল সুরক্ষার মধ্যেই দলগুলোর খেলোয়াড়দের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিশ্বে সবচেয়ে বেশি অর্থ খরচের এই জমজমাট টি-টোয়েন্টি ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট আচমকা স্থগিত হয়ে যাওয়ায় বেশ ক্ষতির সম্মূখীন হয়েছে বিসিসিআই।

প্রশ্ন উঠেছে, সে ক্ষতির পরিমাণ কত? ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, আইপিএল স্থগিত করে রাতারাতি ভিখারি হতে বসেছে সৌরভ গাঙ্গুলীর বোর্ড। ক্ষতির পরিমাণ জানতে ইতোমধ্যে অংক কষতে বসে গেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা।

বিসিসিআইয়ের বরাতে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আইপিএল মাঝপথে বন্ধ করে দেওয়ায় ব্রডকাস্টিং এবং স্পন্সরশিপ থেকে প্রায় ২০০০ থেকে ২৫০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছে বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের এক শীর্ষকর্তা সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, আইপিএলের আচমকা স্থগিতের কারণে বিসিসিআইয়ের দুই থেকে আড়াই হাজার কোটি টাকা ক্ষতি হতে চলেছে। আমার হিসাবে এই ক্ষতির অঙ্ক ২২০০ কোটি টাকা।
তিনি জানান, এর মধ্যে সম্প্রচারকারী স্টার স্পোর্টসকে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ দিতে হবে।

এর ব্যাখ্যায় তিনি জানান, ভারতীয় বোর্ডের সঙ্গে স্টারের ৫ বছরের চুক্তির পরিমাণ ১৬ হাজার ৩৪৭ কোটি টাকা। বার্ষিক হিসাবে যার পরিমাণ ৩ হাজার ২৬৯.৪ কোটি টাকা। ৬০ ম্যাচ খেলা হলে প্রতি ম্যাচ থেকে বোর্ডের অ্যাকাউন্টে ঢুকত ৫৪.৫ কোটি টাকা। সেই হিসাবে হয়ে যাওয়া ২৯ ম্যাচের জন্য বিসিসিআইকে ১৫৮০ কোটি টাকা দেবে স্টার স্পোটর্স। অর্থাৎ টুর্নামেন্টের সব খেলা শেষে বোর্ডের অ্যাকাউন্টে ঢুকত ৩ হাজার ২৭০ কোটি টাকা। কিন্তু এখন সেটি না হওয়ায় বোর্ডের ক্ষতি ১৬৯০ কোটি টাকা।

একইভাবে আইপিএলের টাইটেল স্পন্সর ভিভোর সঙ্গে ৪৪০ কোটি টাকার চুক্তি হয়েছে ভারতীয় বোর্ডের। টুর্নামেন্ট প্রথম রাউন্ডের অনেক আগেই স্থগিত হয়ে যাওয়ায় এখন সেই অঙ্ক থেকে অনেক কম টাকা পাবে বোর্ড।

টাইটেল স্পন্সর ছাড়াও সহযোগী স্পন্সর- আনএকাডেমি, ড্রিম-১১, ক্রেড, আপস্টকস, টাটা মোটরস- প্রত্যেকে বোর্ডকে ১২০ কোটি টাকা দিয়ে থাকে। সেখানেও অনেক কম টাকাই জুটবে বিসিসিআইয়ের কপালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে