বুধবার, ০৫ মে, ২০২১, ০৯:৪৪:১৯

অবশেষে যে বিশেষ ব্যবস্থায় দেশে আসছেন সাকিব-মোস্তাফিজ

অবশেষে যে বিশেষ ব্যবস্থায় দেশে আসছেন সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বন্ধ হয়ে গেল এবারের আইপিএল। তবে এবার প্রশ্ন দেখা দিয়েছে, ক্রিকেটাররা কিভাবে দেশে ফিরবে। ইতিমধ্যেই ভারতের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে অনেক দেশ। ভারত ফেরত কোন লোককে দেশেই ঢুকতে দিচ্ছে না অস্ট্রেলিয়া।

যে কারণে ভারত থেকে বর্তমানে মালদ্বীপে অবস্থান করছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অন্যদিকে ভারতের সাথে প্রায় সকল যোগাযোগ বন্ধ রয়েছে বাংলাদেশের। তাহলে এখন প্রশ্ন উঠছে কিভাবে দেশে ফিরবেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বর্তমানে আহমেদাবাদের রয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে দিল্লিতে রয়েছেন রাজস্থান রয়েলসের খেলার মোস্তাফিজুর রহমান। তবে আগামী ২৩ মে থেকে শুরু হচ্ছে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এই সিরিজের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এদিকে ভারতফেরত সবাইকে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে। সে ক্ষেত্রে ছাড় পাচ্ছেন না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাই এই দুই ক্রিকেটারকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনতে যাচ্ছে বিসিবি।

দুই-একদিনের মধ্যেই বিসিসিআই ভাড়া করা বিমানে ফিরবেন এই দুই ক্রিকেটার। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের দেশে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল জানিয়েছেন,

“ভারতের সঙ্গে তো এখন সব ধরনের যোগাযোগই বন্ধ বাংলাদেশের! বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিসিসিআইর ব্যবস্থাপনাতেই বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর কথা। সে ক্ষেত্রে সাকিব, মোস্তাফিজ দেশে ফিরতে পারেন বিসিসিআইর ভাড়া করা বিমানে। ‘এ ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগলে সেটা আমরা করব”।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে