বুধবার, ০৫ মে, ২০২১, ১০:২১:১১

মোস্তাফিজের এমন বিপদে এগিয়ে এলেন সাকিব

মোস্তাফিজের এমন বিপদে এগিয়ে এলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: চারদিকে লাশ আর লাশ। বলা চলে ভারত এখন মৃত্যুপিরী। মিনিটে মিনিটে মারা যাচ্ছে মানুষ। শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল আইপিএল। এমন পরিস্থিতিতে সেখানে অবস্থান করছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুইজন আছেন দুই শহরে।

দুই ক্রিকেটারের অবস্থান ভারতের ভিন্ন দুই শহরে হলেও এবার গন্তব্য একই- বাংলাদেশের রাজধানী ঢাকা। তাই দুইজনের একত্রিত হওয়াও জরুরী। মহামারীর এই কঠোর প্রোটকলের মধ্যে তাদের একত্রিত হওয়া সহজ নয়। ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে দুইজনের সার্বিক দিক সাকিব একাই দেখভাল করছেন। অর্থাৎ, মোস্তাফিজের এমন বিপদে এগিয়ে এলেন সাকিব।

ভাষাগত দিক বা অভিজ্ঞতার বিচারে এই পরিস্থিতিতে সাকিব অবশ্য মুস্তাফিজের অভিভাবকের আসনেই সবচেয়ে মানানসই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, সাকিবই তাদের একসাথে দেশে ফেরার বিষয় সমন্বয় করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে