বৃহস্পতিবার, ০৬ মে, ২০২১, ০১:১৭:৪২

কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পাপন!

কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পাপন!

দল কেন নিয়মিত ব্যর্থ হচ্ছে এর জবাব নিতে কোচিং স্টাফদের সঙ্গে বৈঠকে বসবে বিসিবি। এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী জুনের মধ্যে সব সমস্যার সমাধান আসবে বলেও জানান তিনি।। সেই সাথে পাপন এও বলেনে, হেড কোচের সাথে বাকি টিম ম্যানেজমেন্টের সমন্বয়হীনতার স্পষ্ট ফুটে উঠেছে।

টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের মতো দলের কাছে ধাক্কা। ভারতের কাছে দুটি টেস্টে অসহায় আত্মসমর্পণ। এরপর উইন্ডিজের মতো দুর্বল দলের বিপক্ষে এলিট ক্রিকেটে হেরে কাটা ঘায়ে নুনের ছিটা লাগে বাংলাদেশর। এই বাজে হারে ধীরে ধীরে ক্ষোভের দানা বাঁধে ক্রিকেট বোর্ডের মাঝে।

এমন অবস্থায় অনেক বোর্ড পরিচালকের মধ্যে হেড কোচ ডমিঙ্গোকে নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে বোর্ডের অন্দরমহলে। কিন্তু, করোনা মহামারীর ব্যাপারটি মাথায় রেখে হেড কোচকে আরও সময় দিয়েছিলেন বিসিবি সভাপতি। তাতেও লাভ হয়নি। তাই ধৈর্যের বাঁধ ভেঙ্গেছে পাপনের। কেন এতোটা ব্যর্থ দল। এর জবাবদিহি চাইবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, জুনের মধ্যেই সব জানতে পারবো। অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে। কিছুই মেলে না আমার সাথে। কিছুই জানিনা। সব কিছুই উল্টে দিয়েছে তারা। এখন আর বসে থাকার উপায় নেই। এসব ঠিক করা আমার জন্য কোনো ব্যাপার না। আমি খুব কনফিডেন্ট। কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আলোচনা করার সময় এসেছে। 

ভারতের বিপক্ষে পিংক বলের টেস্ট খেলতে চায়নি বাংলাদেশ। কিন্তু, দিবা রাত্রির টেস্ট খেলতে মরিয়া ছিলেন ডমিঙ্গো। তবে, হেড কোচের চাওয়ার মূল্যায়ন করেছেন বিসিবি সভাপতি। বিনিময় মিলেছে দু;স্বপ্নের ফলাফল। টানা ব্যর্থতায় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে দুই বোর্ড পরিচালক ছিলেন বাংলাদেশের সাথে। পাওয়া গেছে, হেড কোচের সাথে বাকি টিম ম্যানেজমেন্টের সমন্বয়হীনতার অভাব।

বিসিবি প্রধান আরও বলেন, ওর সাথে আমাদের চিন্তাধারার কোনো মিলই নেই। সে খুবই বাজে পরিকল্পনা কেন নিয়েছে জানিনা। এটার জবাব আমার লাগবে। শ্রীলংকার বিপক্ষে ২য় টেস্টের একাদশ নিয়েও প্রশ্ন আছে। আমার চিন্তার সাথে মিলে না। আমাকে বলে এক হয় আরেক। 

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর ভবিষ্যৎ ভাগ্যে কি আছে, তার জন্য কয়টা দিন অপেক্ষায় থাকতেই হচ্ছে। সময় সংবাদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে