শুক্রবার, ০৭ মে, ২০২১, ০৪:০৮:৫৫

মারা গেলে তরুণ ক্রিকেটার, রেখে গেলেন স্ত্রী-কন্যা, নেমে এসেছে শোকের ছায়া

মারা গেলে তরুণ ক্রিকেটার, রেখে গেলেন স্ত্রী-কন্যা, নেমে এসেছে শোকের ছায়া

স্পোর্টস ডেস্ক: করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল৷ বায়ো-বাবলে একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবারই ২০২১ আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই৷ কিন্তু এর পরের দিনেই ভারতীয় ক্রিকেট পেল ভয়ঙ্কর দুঃসংবাদ। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন রাজস্থানের রঞ্জি ট্রফিজয়ী দলের সদস্য বিবেক যাদব।

জয়পুরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিবেক। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন ভারতীয় দলের প্রাক্তন দলের ওপেনার আকাশ চোপড়া। টুইট করে তিনি লিখেছেন, ‘রাজস্থানের রঞ্জি ক্রিকেটার ও আমার বন্ধু বিবেক যাদব আর নেই! রেস্ট ইন পিস। পরিবারের সঙ্গে সমবেদনা রইল আমার।’ ৩৬ বছরের এই ক্রিকেটার রেখে গেলেন স্ত্রী এবং কন্যাকে।

কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন বিবেক৷ কিন্তু কয়েকদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হন৷ তাঁক ভর্তি করা হয়েছিল জয়পুরের এক বেসরকারি হাসপাতালে৷ কিন্তু বাঁচানো সম্ভব হয়নি৷ রাজস্থান দলে তাঁর এক সতীর্থ জানান, ‘বছর দু’য়েক আগে বিবেকের পাকস্থলিতে ক্যানসার ধরা পরে৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল৷ কিন্তু কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়৷ কারণ কেমোথেরাপির জন্য নিয়মিত ওকে হাসপাতালে যেতে হত৷ করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ওকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু শারীরিক অবস্থা খারাপ হতে থাকে৷’

রাজস্থান দলের হয়ে ১৮টি প্রথমশ্রেণির ম্যাচ খেলেছেন বিবেক। উইকেট নিয়েছেন ৫৭টি। ২০১০-১১ মরশুমে ঘরোয়া ক্রিকেটে রঞ্জি চ্যাম্পিয়ন রাজস্থান দলের অন্যতম সদস্য ছিলেন এই তরুণ এই লেগ-স্পিনার। বিবেকের কেরিয়ারের সেটাই সেরা সাফল্য। ফাইনালে ভদোদরার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯১ রান খরচ করে ৪ উইকেট নিয়েছিলেন বিবেক। প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন তাঁর শিকার। বিবেকের দুরন্ত বোলিংয়ের ফলে রঞ্জি ফাইনালে প্রথম ইনিংসে বড় রানের লিড পেয়েছিল রাজস্থান৷ এর ফলেই রঞ্জি চ্যাম্পিয়ন হয় তারা৷ এছাড়াও ২০১২ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলে ছিলেন বিবেক৷ যদিও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি এই লেগ-স্পিনার৷

তবে ৩০ বছরে পা-রাখার আগেই কেরিয়ারের শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছিলেন বিবেক। কারণ ক্যানসার থাবা বসিয়েছিল তাঁর শরীরে৷ তারপর করোনার কোপে অকালে চলে গেলেন ভারতীয় ক্রিকেটের তরুণ এই লেগ-স্পিনার৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে