শুক্রবার, ০৭ মে, ২০২১, ১১:০৮:১৮

আইপিএলের টাকায় এবার বাবার চিকিৎসা করাচ্ছেন দরিদ্র পরিবার থেকে উঠে আসা চেতন সাকারিয়া

আইপিএলের টাকায় এবার বাবার চিকিৎসা করাচ্ছেন দরিদ্র পরিবার থেকে উঠে আসা চেতন সাকারিয়া

স্পোর্টস ডেস্ক: খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলা চেতন সাকারিয়া। এই তরুণ পেসারের জীবনকাহিনি শুনলে চোখে জল আসে। করোনায় এবারের আইপিএল মাঝপথেই বন্ধ হয়ে গেছে। বাড়িতে ফিরেই কঠোর বাস্তবের মুখোমুখি হতে হলো চেতন সাকারিয়াকে। এই বাঁহাতি পেসারের বাবা কাঞ্জিভাই করোনায় আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি!

চেতনের বাবা একজন ট্রাক ড্রাইভার। তিন-তিনটি সড়ক দুর্ঘটনায় তার শরীরে তিনবার অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি আর বিছানা ছেড়ে উঠতে পারেন না। উপার্জনও করতে পারেন না। এরপর চেতন তখন সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলছিলেন। এমন সময় তার এক বছরের ছোট ভাই আত্মহত্যা করে! পরিবারের দায়িত্ব এসে পড়ে চেতনের ওপর। অতঃপর এবারের আইপিএলে তাকে ১.২ কোটি রুপিতে কিনে নেয় রাজস্থান। এখন পর্যন্ত ৭ উইকেট নিয়ে সেই আস্থার দাম দিয়েছেন চেতন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চেতন বলেছেন, 'কিছুদিন আগেই রাজস্থান রয়্যালসের থেকে টাকা পেয়ে গিয়েছিলাম। সেটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কঠিন পরিস্থিতিতে ওই টাকাটাই আমাদের সাহায্য করেছে। যারা আইপিএল বন্ধ করার পক্ষে সওয়াল করছিলেন, তাদের একহাত নিয়েছেন সাকারিয়া, 'আমি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ক্রিকেটই আমার আয়ের একমাত্র পথ। যদি এক মাস আইপিএল না চলত তাহলে আমি কী করতাম? কারণ, আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। ক্রিকেটই আমার কাছে একমাত্র সম্বল।'

রাজকোট শহর থেকে ১৮০ কিলোমিটার দূরে ভারতেজ নামের এক অঞ্চলে চেতনের জন্ম। ছোটবেলায় মামার স্টেশনারি দোকানে কাজ করত চেতন। পাঁচ বছর আগেও তাদের বাসায় টিভি ছিল না। বাবা অসুস্থ হওয়ার পর ক্রিকেট খেলার পাশাপাশি সংসারের সব ব্যয় একাই বহন করতেন চেতন। আইপিএল চুক্তিটা তাই তার পরিবারের কাছে বিশাল কিছু। চেতনের বুটজোড়াও ছিল কলকাতা নাইট রাইডার্সের সাবেক উইকেটকিপার শেলডন জ্যাকসনের দেওয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে