মঙ্গলবার, ১১ মে, ২০২১, ০৭:৩৬:০৫

এবারের আইপিএল খেলতে গিয়ে বড় এক কষ্টের কথা জানালেন মোস্তাফিজ

এবারের আইপিএল খেলতে গিয়ে বড় এক কষ্টের কথা জানালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: করোনায় কাবু ভারত, তাই মাঝপথেই বন্ধ করতে হয়েছে এবারের আইপিল। ফিরে গেছে বিদেশী সকল ক্রিকেটার। তারই ধারাবাহিকতায় দেশে চলে এসেছেন কাটার মোস্তাফিজ। আর এসেই জানালেন সেখানকার বড় এক কষ্টের কথা।

তার দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই পুরো প্রক্রিয়াটাই খুব ক্লান্তিকর এবং দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে। হোটেল থেকে মাঠ আবার মাঠ থেকে হোটেল, একই ভাবে আর কত দিন আপনি থাকতে পারবেন? আন্তর্জাতিক ক্রিকেট হোক কী আইপিএল, পরিস্থিতি সব জায়গায় একই রকম। 

‘ভারতে আমরা জৈব বলয়ে ছিলাম এবং কোন দলের এক সদস্য করোনা পজিটিভ হওয়ায় আমাদের প্রায় পাঁচ-ছ'দিন একই ঘরে কার্যত বন্ধ করে রাখা হয়। এখানে বিশেষ বিমানে এসেও সেই নিভৃতবাসে থাকতে হচ্ছে। আর চাইলেও এই বিষয়ে আমাদের কিছুই করার নেই’ বলেও উল্লেখ করেন মুস্তাফিজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে