রবিবার, ১৬ মে, ২০২১, ০৮:০৩:১৭

এটি সহজে সারবে না, নেই স্থায়ী চিকিৎসা, বড় বিপদে রুবেল

এটি সহজে সারবে না, নেই স্থায়ী চিকিৎসা, বড় বিপদে রুবেল

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের আগে মাথাচাড়া দিয়ে উঠেছে রুবেল হোসেনের চোট। জাতীয় দলের অভিজ্ঞ এই পেসার ভুগছেন দীর্ঘমেয়াদী চোটে। চোট পুরোপুরি সারানোর কোনো উপায় নেই, তাই নিয়মিত থাকতে হবে পুনর্বাসন প্রক্রিয়ায়। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, রুবেলের এই চোট দীর্ঘদিন ধরে খেলার ফলাফল। একইভাবে চোটটির স্থায়িত্বও বেশি। শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিবির মেডিকেল টিমের অধীনে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। তিন ওয়ানডেতে খেলতে পারবেন কি না তা জানা যাবে সিরিজ শুরুর প্রাক্কালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে