শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৮:১২:২৪

‘আমরাই পারি’ অনুষ্ঠানে মাশরাফি-সৌম্যের অন্যরকম বক্তব্য

‘আমরাই পারি’ অনুষ্ঠানে মাশরাফি-সৌম্যের অন্যরকম বক্তব্য

স্পোর্টস ডেস্ক: আপনাদের কথা শুনে আমরা চলে এসেছি। আপনাদের পাশে পেয়ে খুব ভাল লাগছে। আর সব সময় পাশেই থাকতে চাই। খেলার পাশাপাশি কাজও করতে চাই আপনাদের সঙ্গে। এই অন্যরকম কথাগুলো বলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মারশাফি বিন মর্তুজা ও ওপেনার সৌম্য সরকার। শুক্রবার সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বিবিসি মিডিয়া একশনের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানে যোগ দিতে এসে তারা এসব কথা বলেন। এসময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলম। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এই চার ক্রিকেটার একটি সি-প্লেনে চড়ে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর মানিকখালী অবতরণ করেন। সেখান থেকে তারা সড়ক পথে আসেন তালা উপজেলায়। বিবিসি মিডিয়া একশনের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানের বিভিন্ন শুটিং-এ অংশ নেন চারজন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এরপর বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে মাশরাফিরা খুলনার উদ্দেশ্যে রওনা করেন। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে