শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৯:০০:৫৯

বর্ষসেরা পুরস্কারের জন্য পাঁচ টাইগারকে ভোট দিন

বর্ষসেরা পুরস্কারের জন্য পাঁচ টাইগারকে ভোট দিন

স্পোর্টস ডেস্ক: সত্যিই গেলো বছরটা টাইগার দলের জন্য একটা প্রাপ্তির বছর। ২০১৫ সালের একের পর একে টাইগারদের নাম লিখেছেন ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়া বিশ্বকাপ শুরু ক্রিকেটবিশ্বের অনেক শক্তিশালী দলকে হারিয়েছে। তার ভিক্তিতে ক্রিকেট বিষয় ওয়েবসাইট ক্রিকইনফোর ২০১৫ সালের বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন করতে যাচ্ছেন। এই তালিকায় একাধিক বিভাগে আছেন বাংলাদেশির পাঁচ ক্রিকেটার। তারা হচ্ছেন, বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ব্যাটিংয়ে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ, ওয়ানডে বোলিং মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। মুস্তাফিজ আরও একটি বিভাগে মনোনয়ন পেয়েছেন। বর্ষসেরা উদীয়মান। তামিম ইকবালের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি। সব মিলিয়ে পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন এবার। তবে এর মধ্যে সাধারণ পাঠকেরা কেবল বর্ষসেরা উদীয়মান বিভাগে ভোট দিতে পারবেন। এর জন্য ক্রিকইনফোর সাইটে গিয়ে ভোট দিতে হবে। বাকি বিভাগগুলোর মনোনয়ন তালিকা থেকে বিজয়ী নির্ধারণ করবেন বিচারকেরা। বর্ষসেরা অধিনায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন পাঁচজন। বিরাট কোহলি, অ্যালিস্টার কুক, মিসবাহ-উল হক এবং ব্রেন্ডন ম্যাককালামদের সঙ্গে এই বিভাগে লড়াই হবে মাশরাফির। বিশ্বকাপ জিতিয়েও এই বিভাগে মনোনয়ন পাননি মাইকেল ক্লার্ক, যেটি পেয়েছেন মাশরাফি। বাকি পুরস্কারগুলো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে।মুস্তাফিজ তো অভিষেক ম্যাচ থেকেই চমকে দিয়েছেন সবাইকে। ক্যারিয়ারের প্রথন দুই ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট। ২০১৫ তে তিনি ৯ ম্যাচ খেলে ২৬ উইকেট পেয়েছেন। পাঁচ উইকেট শিকার করেছেন তিন বার। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশেও ছিল তার নাম। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে