শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৯:২৭:৪১

আরো ১৫ বছর ক্রিকেট খেলবেন আশরাফুল

আরো ১৫ বছর ক্রিকেট খেলবেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: টাইগার দলে ফিরতে বারবার ইচ্ছা প্রকাশ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে নিষেধাজ্ঞা শেষে আগামী আগস্ট মাস থেকে আবারও ক্রিকেটে ফিরছেন এই অল রাউন্ডার। জাতীয় দলে ফিরে সুস্থ থাকলে তিনি আরো ১০ থেকে ১৫ বছর ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে আবদুর রাজ্জাক মার্কেটে খাদ্যসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানির উদ্বোধন অনুষ্ঠানে আশরাফুল এসব কথা বলেন তিনি। আশরাফুল আরো বলেন, আমি নিষেধাজ্ঞা মুক্ত হয়ে আগামী আগস্ট মাস থেকে আবারও আপনাদের সামনে হাজির হব ক্রিকেট খেলতে। আশা করি আগামীতে ক্রিকেটে ফিরে সুস্থ ও সুন্দরভাবে আমার ক্রিকেট লাইফ শেষ করতে পারব। ভক্তদের ভালোবাসার মাধ্যমে আরো সুন্দর সুন্দর ইনিংস উপহার দেব। জাতীয় ক্রিকেট দল সম্পর্কে আশরাফুল বলেন, বিশ্বের কাছে ক্রিকেট এখন একটি জনপ্রিয় খেলা। আর এই ক্রিকেটের মাধ্যমেই সারা বিশ্বের কাছে বাংলাদেশের ক্রিকেটাররা টাইগার হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের। ২০১৩ সালের ১৩ আগস্ট শুরু হয়েছে এই শাস্তি, যার মেয়াদ শেষ হবে আগামী বছরের ১৩ আগস্ট। এর পরই প্রতিযোগিতায় ফিরতে পারবেন আশরাফুল। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে