শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৮:০৩

ফুটবল খেলা থেকে আবারো নিষিদ্ধ সুয়ারেজ

ফুটবল খেলা থেকে আবারো নিষিদ্ধ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক: এসপানিওলের বিপক্ষে ম্যাচ শেষে টানেলে প্রতিপক্ষের খেলোয়াড়দের উত্ত্যক্ত করার অপরাধে ফুটবল খেলা থেকে আবারো নিষিদ্ধ লুইস সুয়ারেজ। শুক্রবার দেওয়া এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনা আবেদন করবে বলে জানিয়েছে। কোপা দেল রের শেষ ষোলোয় দুই নগর প্রতিদ্বন্দ্বীর ম্যাচটির দ্বিতীয়ার্ধ ছিল বেশ উত্তেজনাময়। গত বুধবার রাতে বার্সেলোনার ৪-১ গোলে জেতা ওই ম্যাচের শুরু থেকেই একের পর এক ফাউল করতে থাকে এসপানিওল। একারণে কোপা দেল রেরতে দুই ম্যাচ খেলা নিষিদ্ধ সুরায়েজের। মোট ১৩টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ডের ম্যাচের ৭২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এসপানিওলের মিডফিল্ডার হের্নান পেরেসকে। এর তিন মিনিট পর সুয়ারেসকে উদ্দেশ করে বাজে মন্তব্য করায় সরাসরি লাল কার্ড দেখেন দলটির সেনেগালের মিডফিল্ডার পাপে দিয়োপ। মূলত ওখান থেকেই ঘটনার উৎপত্তি। রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেন, ম্যাচ শেষে টানেলে দুই দলের খেলোয়াড়দের ঝগড়া করতে উস্কে দেন সুয়ারেস। টানেলে সুয়ারেস এসপানিওলের খেলোয়াড়দের উদ্দেশ করে বেশ কয়েক বার বলেন, “আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। এখানে আস। তোমরা কোনো কাজেরই না। নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনার আবেদন নাকচ হলে আগামী বুধবার এসপানিওলের মাঠে ফিরতি লেগ এবং দল কোয়ার্টার-ফাইনালে উঠলে তার প্রথম লেগে খেলতে পারবেন না সুয়ারেস। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে