শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১০:১৭:৫৪

কোহলি-শিখর ধাওয়ানের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়া বধ

কোহলি-শিখর ধাওয়ানের ঝড়ো ইনিংসে অস্ট্রেলিয়া বধ

স্পোর্টস ডেস্ক: অন-অফিসিয়াল ম্যাচে অস্ট্রেলিয়া বধ করলেন বিরাট কোহলিও শিখর ধাওয়ান। প্রস্তুতি ম্যাচেই জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করল ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার ওয়াকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৭৪ রানে জয় পেলে ধোনি বাহিনী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে এদিন ওয়াকার পিচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঝালিয়ে নিল ধোনি অ্যান্ড কোং। টি-২০ ম্যাচে প্রথম ব্যাট করে চার উইকেটে ১৯২ রান তুলল ভারত৷বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে দ্রুত রান তোলে টিম ধোনি৷রান তাড়া করে ছ’ উইকেটে ১১৮ রানের বেশি তুলতে পারেনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ট্রেভিস বির্ট৷ভারতের হয়ে বারিন্দর সরন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল দু’টি করে উইকেট নেন। টস জিতে প্রথম ব্যাটিং নেয় ভারত৷শুরুতেই রোহিত শর্মা (৬) রান-আউট হলেও দুরন্ত ব্যাট করেন বিরাট ও ধাওয়ান। ৪৪ বলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলেন কোহলি। আর ৪৬ বলে আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৭৪ রান করেন বাঁ-হাতি ওপেনার ধাওয়ান। ১৪ বলে দু’টি ছয় ও একটি বাউন্ডারির সাহায্যে ২২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। ওয়াকায় সিরিজের প্রথম ওয়ান ডে মঙ্গলবার। শনিবার এখানেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ (ওয়ান ডে) খেলবে ধোনিবাহিনী। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে