শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১১:০৯:১৭

শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি ওয়ানডে খেলবে মাশরাফি বাহিনী

শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি ওয়ানডে খেলবে মাশরাফি বাহিনী

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টানা তিন মাস ধরে টি-টোয়েন্টি সূচির পরপরই শুরু হবে লম্বা একটা ছুটি। ছয় মাসের সেই ছুটি শেষে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। ২০১৬ সালে এমনটাই করা হয়েছে বাংলাদেশের ক্রিকেট সূচি। আর এমন সূচীতে নিতান্তই হতাশ টাইগার ক্রিকেটার-সমর্থক সবাই। তাই টাইগার ভক্তদের হতাশা ধুর করতে বিশেষ পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। আর সেই আমন্ত্রনে শ্রীলঙ্কা সাড়া দিলে সেই সিরিজটা অনুষ্ঠিত হতে পারে এপ্রিলে। ফিউচার টুর অনুযায়ী চলতি বছর বাংলাদেশের ছয়টি ওয়ানডে খেলার কথা। আর শ্রীলঙ্কা যদি বাংলাদেশের খেলতে রাজি হয় তাহলে মাশরাফি বাহিনী ছয়টি ওয়ানডে খেলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (কিপিএল) ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও বোর্ড ডিরেক্টর সম্প্রতি গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন। গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এখনও আমাদের কিছু জানায়নি। তবে, তাদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আমরা সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী। আর যদি শেষ অবধি বিসিবির এই আমন্ত্রণে সাড়া দিয়েই ফেলে শ্রীলঙ্কা, তাহলে ঘরের মাঠে আরো একটি দূর্দান্ত সিরিজ খেলবেন মাশরাফি বাহিনী। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে