শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১১:২৫:৪১

বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে মালয়েশিয়া-নেপালের আশাবাদ

বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে মালয়েশিয়া-নেপালের আশাবাদ

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজ নিজ দলের পক্ষে জয় দিয়ে শুভসূচনা করার আশাবাদ ব্যক্ত করেছে মালয়েশিয়া ও নেপাল। যশোরে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল দুপুরে মাঠে নামছে এ দুই দল। তার আগে আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে যার যার অবস্থান তুলে ধরেন তারা। সন্ধ্যায় যশোর শামস উল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির কনফারেন্সরুমে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। ব্রিফিংয়ে মালয়েশিয়ার কোচ এরফান বাক্তি বলেন, ‘আমাদের টিমের প্রস্তুতি ভালো, আমাদের ছেলেরা মাঠে নেমে ভালো কিছুই এনে দেবে বলে আশা করছি। নেপালের বিপক্ষে তারা জয়ের জন্যই খেলবে, সে ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। তারপরও আমরা নেপালকে খাটো করে দেখছি না। অন্যদিকে নেপালের কোচ বাল্ম গোপাল মহারাজ বলেন, ‘ আমরা জয়ের প্রস্তুতি নিয়েই নেপাল থেকে বাংলাদেশে এসেছি। আমার ছেলেরা কিছু না হলেও অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত খেলবে বলে আমি বিশ্বাস করি এবং সে প্রত্যায় নিয়েই কাল মালয়েশিয়ার সাথে লড়বে তারা। ৮ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে